
আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ত্রিপুরা সরকার বিভিন্ন মৌলিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কাজ করছে। মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের নেতাজি আদর্শ শিক্ষা মন্দির প্রাঙ্গণে পাঁচটি উন্নয়নমূলক প্রকল্পের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা জানান।
মুখ্যমন্ত্রী এদিন নেতাজি আদর্শ পল্লিতে ৫.৫০ এমএলডি ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বাণীবিদ্যাপীঠ বিদ্যালয় প্রাঙ্গণে ১ হাজার কিলোলিটারের ওভারহেড ট্যাঙ্ক স্থাপন, ৩২ নং ওয়ার্ড ও আশপাশের এলাকায় ৫টি ডিপ টিউবওয়েল খনন, পুর নিগম এলাকায় ১ হাজার পরিবারের জন্য পানীয় জলের সংযোগ এবং ১২ কিলোমিটার নতুন পানীয় জলের পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব প্রকল্প রূপায়ণে ব্যয় হবে প্রায় ২২ কোটি ৫৫ লক্ষ টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই পরিশ্রুত পানীয়জলের প্রয়োজন বাড়ছে। জল জীবন মিশনের মাধ্যমে গ্রাম থেকে পাহাড়—সর্বত্র পানীয়জলের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে। আগরতলাকে আধুনিক, স্বচ্ছ ও উন্নত শহরে রূপান্তর করতে পুর নিগম ও রাজ্য সরকার সমন্বিতভাবে কাজ করছে। স্মার্ট সিটি প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৫৮০ কোটি টাকা ব্যয়ে ৬৫টি বৃহৎ প্রকল্প রূপায়িত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নল সে জল কর্মসূচির মাধ্যমে রাজ্যের প্রায় ৮৫ শতাংশ পরিবারের ঘরে এখন পানীয়জলের সংযোগ পৌঁছে গেছে। লক্ষ্য ১০০ শতাংশ পরিবারকে এই পরিষেবার আওতায় আনা। পাশাপাশি রাজন্য আমলের ইতিহাস সংরক্ষণে জ্যাকশন গেইটসহ বহু ঐতিহাসিক স্থানের পুনরুদ্ধারের কাজ চলছে।
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, বর্ধিত পুরনিগম এলাকায় আগে পানীয়জল, পয়ঃপ্রণালী, রাস্তা ও বিদ্যুৎ পরিষেবা যথাযথ ছিল না। বর্তমানে এই সব পরিষেবা সুদৃঢ় করতে পুর নিগম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার ডি.কে. চাকমা প্রমুখ।
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন জ্যাকশন গেইট পুনর্নির্মাণের জন্য এলাকা পরিদর্শন করেন। ত্রিপুরার প্রকৃত ইতিহাসকে সামনে আনতেই রাজ্য সরকার বিভিন্ন ঐতিহাসিক স্থান পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার, পূর্ত দফতরের সচিব কিরণ গিত্য সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ