জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বারোপ, আগরতলায় কর্মশালা
আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : সোসাইটি ফর ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (টি.আর.ই.এস.পি.)-এর উদ্যোগে প্রজ্ঞাভবনে মঙ্গলবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্
কর্মশালায় মন্ত্রী বিকাশ দেববর্মা


আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : সোসাইটি ফর ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (টি.আর.ই.এস.পি.)-এর উদ্যোগে প্রজ্ঞাভবনে মঙ্গলবার একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

তিনি বলেন, টি.আর.ই.এস.পি. প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনজাতি সমাজের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে জনজাতিদের অগ্রগতি এই প্রকল্পের সাফল্য প্রমাণ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা আজ বহু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। আগামী দিনে জনজাতিদের আরও উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রকল্পের সফল রূপায়ণে যুক্ত সকল কর্মী ও সংস্থাকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দফতরের সচিব ডঃ শশীকুমার জানান, টি.আর.ই.এস.পি. প্রকল্পটি ২০২৪ সালের মার্চ মাসে শুরু হয়েছে এবং ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। জীবিকাভিত্তিক উন্নয়ন, শিক্ষা এবং যোগাযোগ অবকাঠামো—এই তিনটি মূল ক্ষেত্রকে কেন্দ্র করে প্রকল্পটি কাজ করছে। জীবিকা উন্নয়নের ক্ষেত্রে কৃষি, প্রাণীসম্পদ ও মৎস্য চাষের উন্নয়নে রাজ্যের ৮টি জেলার ২৩টি জনজাতি অধ্যুষিত ব্লকে প্রকল্পের কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতরের অধিকর্তা শুভাশিস দাস, টি.আর.এল.এম.-এর সিইও তড়িৎকান্তি চাকমা, মধ্যশিক্ষা দফতরের অধিকর্তা এন.সি. শর্মা-সহ অন্যান্য কর্মকর্তারা। কর্মসূচির শেষে কাজের সুবিধার্থে প্রজেক্ট কর্মীদের হাতে ল্যাপটপ তুলে দেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande