
মুম্বই,৩১ ডিসেম্বর (হি. স.): বলিউডের দুই কিংবদন্তি—অমিতাভ বচ্চন ও প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রের বন্ধুত্ব বহু দশকের। ‘শোলে’ ছবির জয়-ভীরু জুটির স্মৃতি আজও দর্শকদের মনে জ্বলজ্বল করছে। সম্প্রতি ‘কোন বানেগা কোটি-পতি ১৭’ এর সেটে অমিতাভ বচ্চন প্রিয় বন্ধু ধর্মেন্দ্রেকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে তাঁকে শ্রদ্ধা জানান।
এই সময় তিনি ধর্মেন্দ্রের সঙ্গে একটি বিশেষ মুহূর্তও ভাগ করে নেন। সেটের নির্মাতারা সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়। ‘কেবিসি ১৭’ এর মঞ্চে ‘ইক্কিশ’ ছবির দল উপস্থিত ছিলেন পরিচালক শ্রীরাম রাঘবন, অভিনেতা অগস্ত্য নন্দা ও জয়দীপ আহলাওয়াত। কথোপকথনের সময় অমিতাভ বচ্চনের মনে ‘শোলে’ ছবির দিনগুলোর স্মৃতি উঁকি দেয়।
অমিতাভ জানান, ছবির একটি আবেগঘন দৃশ্যে ধর্মেন্দ্রের ধরার দৃঢ়তা বাস্তব কষ্টের অনুভূতি দিত। তিনি বলেন, “ধর্মেন্দ্রে জি শুধু বড় নায়ক নন, দারুণ কুস্তিগীরও। সেই দৃশ্যে তিনি আমাকে এত শক্তভাবে ধরেছিলেন যে বেদনা সত্যিই অনুভূত হচ্ছিল।”
উল্লেখ্য, ধর্মেন্দ্রের শেষ ছবি ‘ইক্কিশ’ ১ জানুয়ারি ২০২৬-এ মুক্তি পেতে যাচ্ছে। তাই কেবিসি সেট থেকে বলা এই স্মৃতিচারণ ফ্যানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য