বর্ষশেষে ভক্তদের ভিড় বাঁকে বিহারী মন্দিরে
মথুরা, ৩১ ডিসেম্বর (হি.স.): বছরের শেষ দিনে ভিড় উপচে পড়ল বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে। বুধবার ভোর হতে না হতেই ভক্ত সমাগম হতে থাকে মন্দিরে। পড়ে দীর্ঘ লাইন। বছরের শেষে দিনে এমন ভিড় অস্বাভাবিক নয়। স্বাভাবিক ভাবে প্রস্তুতি সেরে রেখেছিল প্রশাসনও। মথ
বর্ষশেষে ভক্তদের ভিড় বাঁকে বিহারী মন্দিরে


মথুরা, ৩১ ডিসেম্বর (হি.স.): বছরের শেষ দিনে ভিড় উপচে পড়ল বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে। বুধবার ভোর হতে না হতেই ভক্ত সমাগম হতে থাকে মন্দিরে। পড়ে দীর্ঘ লাইন। বছরের শেষে দিনে এমন ভিড় অস্বাভাবিক নয়। স্বাভাবিক ভাবে প্রস্তুতি সেরে রেখেছিল প্রশাসনও।

মথুরার জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিংহ জানিয়েছেন, প্রচুর ভক্ত জড়ো হয়েছেন মন্দিরে। দর্শন চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এরই মধ্যে ছড়িয়েছিল জল্পনা। এ দিন মন্দির খোলা থাকবে কি না তা নিয়ে মঙ্গলবার থেকে চলছিল আলোচনা। জেলাশাসক জানিয়েছেন, মন্দির খোলা নিয়ে গুজব ছড়িয়েছিল। কিন্তু ভক্তেরা সে গুজবকে আমল দেননি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande