ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ এমবিই সম্মানে সম্মানিত
লন্ডন, ৩১ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন ক্রিকেটার ইশা গুহ, যিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মহিলা যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ইংল্যান্ডের হয়ে তাঁর অবদানের জন্য রাজার নববর্ষ সম্মানে এমবিই প্রদান করা হয়েছে। দুইবারের বিশ্বকাপ
ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঈসা গুহ এমবিই সম্মানে সম্মানিত


লন্ডন, ৩১ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন ক্রিকেটার ইশা গুহ, যিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মহিলা যিনি ইংল্যান্ডের হয়ে ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।

ইংল্যান্ডের হয়ে তাঁর অবদানের জন্য রাজার নববর্ষ সম্মানে এমবিই প্রদান করা হয়েছে।

দুইবারের বিশ্বকাপজয়ী গুহ আটটি মহিলা টেস্ট, ৮৩টি ওয়ানডে এবং ২২টি টি-টোয়েন্টি খেলেছেন, তাঁর অসাধারণ মিডিয়াম পেসের মাধ্যমে তিনি মোট ১৪৮টি উইকেট নিয়েছেন।

ইশা গুহ ২০০৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ উভয় ক্ষেত্রেই ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

২০০৫ এবং ২০০৭-০৮ সালে ইংল্যান্ডের দুটি মহিলা অ্যাশেজ জয়ের অংশ ছিলেন তিনি, বাউরালে ১০০ রানে ৯ উইকেট নিয়ে তাঁর কেরিয়ার সেরা ম্যাচ পরিসংখ্যান অর্জন করেছিলেন।

২০১৭ সালে, গুহ পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) বোর্ডে অ-নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত প্রথম মহিলা হন।

ইশা গুহ এখন ব্রিটিশ ক্রীড়া ধারাভাষ্যকার, রেডিও এবং টেলিভিশন ক্রিকেট সম্প্রচারক।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande