
কনৌজ, ৩১ ডিসেম্বর (হি. স.): উত্তর প্রদেশের কনৌজ জেলায় আগ্রা–লখনউ এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার গভীর রাতে একটি চলন্ত যাত্রিবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিরওয়া থানার অন্তর্গত ফাগুয়া কাট সংলগ্ন অংশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি হরিয়ানার পানিপত থেকে বিহারের দিকে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাসের সামনের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক দ্রুত বাস থামালে শিশু-সহ প্রায় ৫০ জন যাত্রী নিরাপদে বাস থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বুধবার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে, তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য