

উজ্জয়িনী, ৩১ ডিসেম্বর (হি.স.): ইংরেজি নববর্ষ উপলক্ষে বছরের শেষ দিনে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশেষ ধর্মীয় আয়োজন করা হয়েছে। পৌষ মাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে বুধবার ভোর ৪টেয় মন্দিরের কপাট খুলে ভস্ম আরতি সম্পন্ন হয়। এই উপলক্ষে ভগবান মহাকালের দিব্য শৃঙ্গার করা হয়।
মন্দিরের কপাট খোলার পর পুরোহিতরা গর্ভগৃহে প্রতিষ্ঠিত সকল দেবদেবীর পুজো করেন এবং মহাকালের জলাভিষেক সম্পন্ন করেন। এরপর দুধ, দই, ঘি, মধু ও ফলের রসে প্রস্তুত পঞ্চামৃত দ্বারা অভিষেক করা হয়। মহাকালের মস্তকে চন্দ্র অর্পণ করে বিশেষ শৃঙ্গার সম্পন্ন হয়। ভোরের ভস্ম আরতিতে শতাধিক ভক্ত দর্শন করে পুণ্য অর্জন করেন। মন্দির প্রাঙ্গণ জুড়ে ‘জয় মহাকাল’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
এদিকে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বিপুল সংখ্যক ভক্তসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে মহাকালেশ্বর মন্দির এলাকায় বিশেষ প্রশাসনিক ও যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার উজ্জয়িনী পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যান চলাচল, পার্কিং ও রুট পরিবর্তন সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
এসপি প্রদীপ শর্মা ও ডিএসপি (ট্রাফিক) দিলীপ সিং পরিহার জানিয়েছেন, এই দু’দিন ভক্তদের নির্দিষ্ট পার্কিং এর জায়গায় গাড়ি রেখে শক্তিপথ হয়ে ইন্টারপ্রিটেশন সেন্টারের মাধ্যমে পায়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে।
চারচাকা ও দুইচাকা যানবাহনের জন্য আলাদা আলাদা পার্কিং ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত রিজার্ভ পার্কিং এর ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে নির্দিষ্ট কয়েকটি রাস্তায় তিন ও চারচাকা যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ভক্তদের সুবিধার্থে হরিফটক চৌরাস্তা থেকে চারধাম টার্নিং পর্যন্ত শহরতলীর তরফে বাস পরিষেবা চালু থাকবে। ভারী যানবাহনের জন্য পৃথক ডাইভার্সন রুট নির্ধারণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও ভক্তদের নির্ধারিত নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে, যাতে নির্বিঘ্নে দর্শন ও শহরের যান চলাচল স্বাভাবিক রাখা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য