সুকমার উরসাঙ্গল এলাকায় নকশালদের গোপন অস্ত্র ও বিস্ফোরক ভাণ্ডার উদ্ধার
সুকমা, ৩১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের সুকমা জেলায় নকশাল দমন অভিযানের অংশ হিসেবে উরসাঙ্গল নিরাপত্তা শিবির সংলগ্ন এলাকা থেকে নকশালদের গোপন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার এই অভিযান চালানো হয়। সুকমা পুলিশ সূত্রে জানা গেছে
সুকমার উরসাঙ্গল এলাকায় নকশালদের গোপন অস্ত্র ও বিস্ফোরক ভাণ্ডার উদ্ধার


সুকমা, ৩১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের সুকমা জেলায় নকশাল দমন অভিযানের অংশ হিসেবে উরসাঙ্গল নিরাপত্তা শিবির সংলগ্ন এলাকা থেকে নকশালদের গোপন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বুধবার এই অভিযান চালানো হয়।

সুকমা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশে নিয়মিতভাবে অ্যান্টি-নকশাল অভিযান চালানো হচ্ছে। নকশালদের উপস্থিতির গোপন তথ্যের ভিত্তিতে উরসাঙ্গলের নতুন ক্যাম্প থেকে সিআরপিএফের ১৫৯ ব্যাটালিয়ন ও সুকমা জেলা পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু করে। বাহিনী গন্ডপল্লি গ্রাম ও সংলগ্ন জঙ্গল ও পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালায়।

তল্লাশির সময় জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে নকশালদের লুকিয়ে রাখা একটি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়, যা নিরাপত্তা বাহিনীকে ক্ষতি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। তল্লাশিতে একটি বোল্ট অ্যাকশন রাইফেল, তিনটি শটগান, একটি ১২ বোর সিঙ্গেল ব্যারেল রাইফেল, একটি ম্যাগাজিন এবং মোট ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে রয়েছে ৭.৬২ এমএম এসএলআর রাইফেলের ১৫০ রাউন্ড, ৫.৫৬ এমএম ইনসাস রাইফেলের ১৫০ রাউন্ড এবং .৩০৩ রাইফেলের ১০০ রাউন্ড।

সুকমা জেলার পুলিশ সুপার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এলাকায় নকশাল বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande