নৈনিতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিস্ফোরণে পুড়ে ছাই ছ’টি মোটরসাইকেল
নৈনিতাল, ৩১ ডিসেম্বর (হি.স.): বর্ষশেষে নৈনিতালে ফের বড় অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার ভোরে বি.ডি. পাণ্ডে জেলা হাসপাতালের পেছনে একটি গ্যারেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে ছ’টি দুই চাকার যান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় পেট্রোল ট্যাঙ্কে একাধিক ব
আগুন


নৈনিতাল, ৩১ ডিসেম্বর (হি.স.): বর্ষশেষে নৈনিতালে ফের বড় অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার ভোরে বি.ডি. পাণ্ডে জেলা হাসপাতালের পেছনে একটি গ্যারেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুনে ছ’টি দুই চাকার যান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় পেট্রোল ট্যাঙ্কে একাধিক বিস্ফোরণ ঘটে। তবে ঘটনাস্থলে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে তিনটা নাগাদ আগুন লাগে। স্থানীয় বাসিন্দা নাহিদ প্রথম বিস্ফোরণের শব্দ শুনে আগুন দেখতে পান এবং সকাল ৪টা ১০ মিনিটে দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিনটি বাইক ও তিনটি স্কুটি পুড়ে যায়।

দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন পাশের কুমায়ুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ক্ষতিগ্রস্ত অধিকাংশ যানবাহনের বিমা না থাকায় মালিকদের বড় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

অগ্নিকাণ্ড যেখানে হয়, সেই স্থানের উপর দিয়ে বিদ্যুৎ এর তার থাকায় আগুনে তা ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে রোপওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। দমকল বিভাগ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande