
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): দোহায় এফআইডিই ওয়ার্ল্ড ব্লিৎজ দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জয়ের জন্য অর্জুন এরিগেইসিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতি সম্প্রতি এফআইডিই র্যাপিড দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ জেতার পর অর্জুনের মুকুটে আরও একটি পালক জুড়ল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি অর্জুনের দক্ষতা, ধৈর্য্য ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, দোহায় মঙ্গলবার অনুষ্ঠিত ফিডে ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ব্রোঞ্জ পদক জিতেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ