
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি. স.) : আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে অসমের মাটিতে ৭৯ তম সন্তোষ ট্রফি জাতীয় স্তরে বসছে ফুটবলের আসর। ৩৫ টি দল এই প্রতিযোগিতায় গ্রুপ স্তরে অংশগ্রহণ করছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই ঘোষণা করেছে। এদিকে, মূল পর্বের খেলার গ্রুপ বিন্যাস হয়ে গেল। এ - গ্রুপে রয়েছে বাংলা। তাদের সঙ্গে অন্যান্যরাও রয়েছে যেমন - তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান ও আয়োজক অসম। এদিকে, গ্রুপ বি তে রয়েছে কেরল, সার্ভিসেস,পাঞ্জাব, ওড়িশা, রেলওয়েজ ও মেঘালয়। অন্যদিকে, বাংলা দলের সন্তোষ ট্রফির জন্য ফের কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় সেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত