
কলম্বো, ৩১ ডিসেম্বর (হি.স.) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার শরণাপন্ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ককে স্বল্প মেয়াদে ফাস্ট বোলিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে।
২০১৪ সালে শ্রীলঙ্কা তাদের একমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছিল মালিঙ্গার নেতৃত্বেই।
এসএলসির মঙ্গলবারের বিবৃতি অনুযায়ী গত ১৫ ডিসেম্বর থেকেই শুরু হয়েছে মালিঙ্গার এই অধ্যায়। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত কাজ করবেন তিনি।
ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের অন্য তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি