অভিষেকের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। অভিষেকের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-স
অভিষেকের নেতৃত্বে দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল


নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। অভিষেকের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ১০ সদস্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এই দলের সদস্য রাজ্যের তিন মন্ত্রী - মানস ভুঁইয়া, প্রদীপ মজুমদার এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এ ছাড়া দলে রয়েছেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মমতাবালা ঠাকুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande