
চামোলি, ৩১ ডিসেম্বর (হি.স.): ফের ট্রেন দুর্ঘটনা। এ বার দু'টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল উত্তরাখণ্ডের চামোলিতে। আধিকারিক এবং কর্মীদের নিয়ে যাওয়া একটি লোকো ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পণ্যবাহী ট্রেনের। ৬০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের পিপলকোটি টানেলের ভেতরে ওই ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ওই দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৬০ জন। চামোলির জেলাশাসক গৌরব কুমার জানিয়েছেন, শ্রমিক ও আধিকারিকদের নিয়ে যাওয়া একটি লোকো ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রেনে ১০৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৬০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁদের অবস্থা স্থিতিশীল। চামোলির মহকুমা শাসক জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপেশ্বরের জেলা হাসপাতালে।
জানা গিয়েছে, ওই টানেলে বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ-এর কাজ হচ্ছিল। এই কাজের জন্য একটি ট্রেনে করে যাচ্ছিলেন আধিকারিক ও শ্রমিকরা। সেখানে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাচ্ছিল ট্রেনটি। চামোলি জেলার হেলাং এবং পিপালকোটির মধ্যে অলকানন্দা নদীর ওপর নির্মিত হচ্ছে এই জলবিদ্যুৎ প্রকল্প।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ