
চামোলি, ৩১ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের পিপলকোটি টানেলের ভেতরে শিফট পরিবর্তনের সময় শ্রমিক বহনকারী লোকো ট্রলির সঙ্গে অন্য একটি ট্রলির সংঘর্ষ হয়। ঘটনার সময় ১০৯ জন শ্রমিক টানেলের ভিতরে ছিলেন। প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে যে, এই ঘটনার সঙ্গে ভারতীয় রেলওয়ের কোনও সম্পর্ক নেই। প্রশাসনের তরফে এও স্পষ্ট করা হয়েছে, শ্রমিকদের জন্য ব্যবহৃত ট্রলিগুলির মধ্যে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমগুলিতে এটিকে ট্রেন বলে খবর প্রকাশিত হচ্ছে| এটি ভারতীয় রেলওয়ের নয়| বরং ওই প্রকল্পর নিজস্ব পরিবহন ব্যবস্থা।
বিষয়টি সম্পর্কে জানার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চামোলির জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন| আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। চামোলির জেলা শাসক গৌরব কুমার এবং পুলিশ সুপার সুরজিৎ সিং পানওয়ার গোপেশ্বরের জেলা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলার বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের পিপলকোটি টানেলের ভেতরে ওই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, দুটি লোকোমোটিভ ট্রলির সংঘর্ষে আহত হন প্রায় ৬০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁদের অবস্থা স্থিতিশীল। চামোলির মহকুমা শাসক জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে গোপেশ্বরের জেলা হাসপাতালে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ