
রাজকোট, ৩১ ডিসেম্বর (হি. স.): বিজয় হাজারে ট্রফিতে চতুর্থ খেলায় বুধবার বাংলা দল অনায়াসেই ৯ উইকেটে জয়ী। এদিনের খেলা সানসোরা ক্রিকেট গ্রাউন্ড - এ মাত্র ২০.৪ ওভারে ৬৩ রানেই জম্মু ও কাশ্মীরের ইনিংস শেষ হয়েছে। এর জবাবে ৯.৩ ওভারে অর্থাৎ ৫৭ টি বল খেলেছে বাংলার ক্রিকেটাররা এবং অতি সহজেই ৬৪ রান তুলে নেয়। বাংলার যদিও একটি উইকেট পতন হয়েছে। বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ মাত্র ৪ রানে আউট। অভিষেক পোড়েল - ৩০ রান ও সুদীপ কুমার ঘরামি-২৫ রানে অপরাজিত। মধ্যাহ্নভোজের আগেই খেলা শেষ। ,উল্লেখ্য এদিন টসে জিতেই বাংলা দল বেছে নিয়েছে ফিল্ডিং এবং বিপক্ষকে ব্যাটিং করতে ডেকে পাঠানো হয়। শীত প্রধান রাজ্য টির যে এমন অবস্থা হবে তা কল্পনার অতীত ছিল। খেলা আরম্ভ হতেই এরপর বিপত্তি। এমন বিপর্যয় তেমন একটা দেখা যায় না। এদিকে, অনূর্ধ্ব - ১৯ দলের তারকা খেলোয়াড় তথা তরুণ ও প্রতিভাবান নতুন স্পিনার রোহিত এর অভিষেক হয়েছে। সিএবি - র তরফেও টুপি উপহার দেয় অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। খেলার সেরা নির্বাচিত মুকেশ কুমার, ৪/১৬ রানে বাজিমাত করেছে। যোগ্য সঙ্গত করেছে আকাশদীপ ৩২ রানে ৪ টি উইকেট তুলে নিয়েছে ঝুলিতে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত