অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে মণিপুরের বিরুদ্ধেই বাংলার ইনিংস ও ২৩৯ রানে জয়
ওড়িশা, ৩১ ডিসেম্বর (হি. স.) : জয় বাংলা, বাংলার জয়জয়কার ফের। মণিপুরের বিরুদ্ধেই বিজয় মার্চেন্ট ট্রফিতে জয় ছিনিয়ে নিল। বুধবার মণিপুরকে ইনিংস ও ২৩৯ রানে হারাল বাংলা দল। চলতি অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ খেলায়
অনূর্ধ্ব - ১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে মণিপুরের বিরুদ্ধেই বাংলার ইনিংস ও ২৩৯ রানে জয়


ওড়িশা, ৩১ ডিসেম্বর (হি. স.) : জয় বাংলা, বাংলার জয়জয়কার ফের। মণিপুরের বিরুদ্ধেই বিজয় মার্চেন্ট ট্রফিতে জয় ছিনিয়ে নিল। বুধবার মণিপুরকে ইনিংস ও ২৩৯ রানে হারাল বাংলা দল। চলতি অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ খেলায় দুরন্ত জয় পেল বাংলা। উল্লেখ্য, এর আগেই চারটি ম্যাচে বাংলা ড্র করে। এদিন মণিপুরের বিরুদ্ধে কটকে ম্যাচের শেষ দিনে জিততে বাংলার দরকার ছিল ৩টি উইকেট। যা তুলে নিতে বেশি সময় লাগেনি। বাংলা ৬/ ৪৫২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করার পর প্রথম ইনিংসে মণিপুরকে ৯০ রানে বেঁধে ফেলতে সমর্থ হয়।

ফলো অনে বাধ্য করে। উল্লেখ্য, মঙ্গলবার দিনের শেষে মণিপুরের দলগত স্কোর ছিল ৪৩.৪ ওভারে ৭/ ৯২ রান। বুধবার সফরকারী দলের ৩১ রান যোগ করেছে। এদিকে, ৫৫.৫ ওভারে ১২৩ রানে শেষ হয় মণিপুরের দ্বিতীয় ইনিংস। এর ফলে বাংলা ইনিংস ও ২৩৯ রানে জিতল। দ্বিতীয় ইনিংসে কৌশিক বাউড়ি ও ত্রিপর্ণ সামন্ত ৩টি করে এবং সায়ক জানা ও উৎসব শুক্লা ২টি করে উইকেট দখল করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande