বুধবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা
কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। অর্থাৎ, শীতের এই কনকনানি আপাতত বজায় থাকবে। তার পর আবার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডি
আবহাওয়া


কলকাতা, ৩১ ডিসেম্বর (হি.স.): আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। অর্থাৎ, শীতের এই কনকনানি আপাতত বজায় থাকবে। তার পর আবার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ইংরেজি নতুন বছরের আগে দক্ষিণবঙ্গে শীত কমার কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের সর্বত্রই বুধবার শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে।

তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আবহাওয়া দফতর| পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দু’দিন অর্থাৎ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেসব জায়গার উচ্চতা বেশি, সেখানেই তুষারপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande