মেয়েদের আইপিএল থেকে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার
মুম্বই, ৩১ ডিসেম্বর (হি.স.): মহিলা আইপিএল শুরু হচ্ছে ৯ জানুয়ারি। টুর্নামেন্ট মাঠে গড়ানোর ১০ দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই ক্রিকেটার এবারের আইপিএল থেকে নাম তুল
মেয়েদের আইপিএল থেকে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার


মুম্বই, ৩১ ডিসেম্বর (হি.স.): মহিলা আইপিএল শুরু হচ্ছে ৯ জানুয়ারি। টুর্নামেন্ট মাঠে গড়ানোর ১০ দিন আগে নাম তুলে নিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা অলরাউন্ডার এলিসে পেরি ও আনাবেল সাদারল্যান্ড। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দুই ক্রিকেটার এবারের আইপিএল থেকে নাম তুলে নিলেন।

২ কোটি ২০ লাখে সাদারল্যান্ডকে ধরে রেখেছিল দিল্লি ক্যাপিটালস। সেই দলের অধিনায়ক এবার জেমিমা রদ্রিগেজ। পেরি ও সাদারল্যান্ড—দুজনেই জানিয়েছেন যে, ব্যক্তিগত কারণে খেলতে পারবেন না তাঁরা।

পেরির পরিবর্তে ৩০ লক্ষ টাকাতে ভারতীয় সায়ালি সাটগারেকে দলে নিয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে সাদারল্যান্ডের বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ারই স্পিনার আলানা কিংকে ৬০ লাখ টাকাতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande