ঘন কুয়াশার জেরে দিল্লিতে ১৪৮টি উড়ান বাতিল
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): বছর শেষে ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লি। বুধবারের এই ঘটনার জেরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৪৮টি উড়ান বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকে বিলম্বে চলছে আরও ১৫০টিরও উড়ান। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাই
ঘন কুয়াশা, বিমান পরিষেবায় প্রভাব পড়ার সম্ভাবনা


নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.): বছর শেষে ঘন কুয়াশার চাদরে মুড়েছে দিল্লি। বুধবারের এই ঘটনার জেরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৪৮টি উড়ান বাতিল করা হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকে বিলম্বে চলছে আরও ১৫০টিরও উড়ান। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেটের মতো বিমান সংস্থাগুলি ট্রাভেল অ্যাডভাইজারি বা ভ্রমণ সংক্রান্ত পরামর্শ জারি করেছে। বুধবার সকালেই এই নিয়ে যাত্রীদের জন্য বিশেষ অ্যাডভাইজরি জারি করল দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও। যাত্রীদের জন্য অ্যাডভাইজরি জারি করে ইন্ডিগো জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লি ছাড়াও উত্তর ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান পরিষেবা প্রভাবিত হতে পারে। এর কারণ হিসেবে সকালের দিকে দৃশ্যমানতা কম থাকার কথা জানিয়েছে ইন্ডিগো। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইটের যাত্রা এবং আসার উপর প্রভাব পড়তে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় অপারেশনাল সমন্বয় করাও হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande