
কলকাতা, ৪ ডিসেম্বর (হি. স.) : ডাঃ টি আও জাতীয় জুনিয়র মহিলা ফুটবলের সেমিফাইনালে বৃহস্পতিবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিল্লি ও বাংলা মুখোমুখি হয়েছে বাংলার মেয়েরা। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন তথা সংক্ষেপে আই এফ এর সূত্রে জানা গিয়েছে যে, এদিন অন্ধ্রপ্রদেশের অন্তর্গত অনন্তপুরে সেমিফাইনাল খেলায় কোনও গোল হয় নি। নির্ধারিত সময়ের খেলা যদিও গোলশূন্য ছিল। এদিন এর পরিপ্রেক্ষিতে টাইব্রেকারের মাধ্যমেই খেলায় নিষ্পত্তি হয়েছে। বাংলার মেয়েরা ৪ - ২ গোলের ব্যবধানে দিল্লিকে হারিয়ে দিয়েছে। বাংলার পক্ষে এদিন জয়সূচক গোল করেছে - কুসুম ওঁরাও, পিউ রায়, অদ্রিজা জানা ও লাভলি মন্ডল। উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর রবিবার ফাইনাল খেলা। বাংলা ও মণিপুর পরস্পরের মধ্যে মুখোমুখি হতে চলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত