
হায়দ্রাবাদ, ৪ ডিসেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে এলিট গ্রুপ - সি তে এই নিয়ে বাংলা দলের চতুর্থ জয়। সার্ভিসেসকে ২৯ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারাল বাংলা। মহম্মদ শামি - আকাশ দীপ জুটির দাপটের পর অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ এর অর্ধ শতরানের ইনিংস উপহার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল বাংলা। ৫ খেলায় বাংলার সংগ্রহ - ১৬ পয়েন্ট। বৃহস্পতিবার হায়দরাবাদের জিমখানা মাঠে গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল জয়ী।মহম্মদ শামি সেরা নির্বাচিত।
এদিনের খেলায় টস জিতে ফিল্ডিং নিয়ে ১৮.২ ওভারে ১৬৫ রানে সার্ভিসেসকে থামিয়ে দিয়েছে বাংলা। সার্ভিসেস অধিনায়ক মোহিত আহলাওয়াত ২২ বলে সর্বাধিক ৩৮ রান করে। মহম্মদ শামি ৩.২ ওভারে ১৩ রানে ৪ উইকেট পেয়েছে। আকাশ দীপ ৪ ওভারে ২৭ রানে ৩টি এবং ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৩২ রানে ২টি উইকেট ও প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ৩৮ রানে ১ উইকেট। মুকেশ কুমার ৩ ওভারে ৫৩ রান দিলেও এদিন কোনও উইকেট পায়নি।
এর জবাবে ১৫.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। অভিষেক পোড়েল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২৯ বলে ৫৬ রান করে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের ৩৭ বলে ৫৮ রানের ইনিংসটিও উল্লেখ্য। ৭টি চার ও একটি ছক্কা রয়েছে। তাঁরা দ্বিতীয় উইকেট জুটিতে ৯৩ রান যোগ করে ।
বাংলার ওপেনিং জুটি ১.১ ওভারে ১৪ রানে ভাঙে। করণ লাল শূন্য রানে আউট। যুবরাজ কেসোয়ানি ৩৬ ও আকাশ দীপ ১৪ রানে অপরাজিত। মোহিত রাঠী ২টি ও বিশাল গৌড় ১টি উইকেট পেয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত