কোচবিহার ট্রফিতে ছত্তিশগড়ের কাছে ৮৫ রানে হারল বাংলা
কলকাতা ৪ ডিসেম্বর (হি. স.) : বাংলা দলের পরাজয়। কোচবিহার ট্রফিতে তৃতীয় ম্যাচে প্রথম হারল বাংলা। বৃহস্পতিবার ভিলাইয়ে সেক্টর ১০ বিএসপি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে মধ্যাহ্নভোজের পরেই ছত্তিশগড় ৮৫ রানে বাংলাকে হারিয়েছে। দ্বিতীয় ইনি
কোচবিহার ট্রফিতে ছত্তিশগড়ের কাছে ৮৫ রানে হারল বাংলা


কলকাতা ৪ ডিসেম্বর (হি. স.) : বাংলা দলের পরাজয়। কোচবিহার ট্রফিতে তৃতীয় ম্যাচে প্রথম হারল বাংলা। বৃহস্পতিবার ভিলাইয়ে সেক্টর ১০ বিএসপি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ তথা শেষ দিনে মধ্যাহ্নভোজের পরেই ছত্তিশগড় ৮৫ রানে বাংলাকে হারিয়েছে।

দ্বিতীয় ইনিংসে ভাল শুরু হলেও মাত্র ২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে গতকাল বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। বৃহস্পতিবার সকালে ষষ্ঠ উইকেট পড়েছে ১১৭ রানে। সচিন যাদব শূন্য রানে আউট। এরপর সপ্তম উইকেট জুটিতে ৯০ রান যোগ করে কুশল গুপ্ত ও আশুতোষ কুমার। তবুও এদিন শেষরক্ষা হল না বাংলা দলের ।

বাংলার দ্বিতীয় ইনিংস ৮৬.৫ ওভারে ২২৮ রানে শেষ হয়েছে। কুশল ১০৪ বলে ৫৬ রান করে। আশুতোষের অপরাজিত - ৫০ রান। অগস্ত্য শুক্লা - ৩, রোহিত - ২ ও রোহিত কুমার দাস - ৪ রান করে। ধনঞ্জয় নায়েক ও মহম্মদ ফৈজ খানের ঝুলিতে ৫টি করে উইকেট।

ছত্তিশগড়ের কাছে হারের পর ৩ ম্যাচে বাংলার - ১৪ পয়েন্ট। এলিট গ্রুপ ডি - তে দ্বিতীয় স্থানে সৌরাশিস লাহিড়ীর প্রশিক্ষণে বাংলা দল। এই মুহূর্তে শীর্ষে গোয়া ৩ ম্যাচে ২০ পয়েন্ট। উল্লেখ্য, ছত্তিশগড় চলতি মরসুমে কোচবিহার ট্রফিতে এই প্রথম জয় ছিনিয়ে নিল। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে।

প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে বাংলা ও গোয়া মুখোমুখি হবে। গ্রুপ পর্বে বাংলার ১৬ তারিখ উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলা রয়েছে বরেলিতে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande