
বিজাপুর, ৪ ডিসেম্বর (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলার পশ্চিম বস্তার ডিভিশনের একটি জঙ্গলে বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল। লড়াইয়ে এখনও পর্যন্ত ১৬ জন নকশাল নিহত হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী আরও ৪ টি মৃতদেহ উদ্ধার করে। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ডিআইজি কমলচরণ কশ্যপ।
নকশালদের সঙ্গে সংঘর্ষে দুইজন জওয়ান আহত হয়েছেন, দুজনেই আপাতত আশঙ্কামুক্ত বলে জানা গেছে। এছাড়াও শহীদ হয়েছেন ডিআরজি–র ৩ জন জওয়ান। যার মধ্যে হেড কনস্টেবল মনু ওয়াদারি, কনস্টেবল দুকারু গোন্ডে এবং কনস্টেবল রমেশ সোদি রয়েছেন। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এসএলআর, ইনসাস ও ৩০৩ রাইফেলসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযানে আছে ডিআরজি, সিআরপিএফ-এর কোবরা ব্যাটেলিয়ন এবং স্পেশাল টাস্ক ফোর্স। অভিযান এখনও চলছে।
প্রসঙ্গত , ছত্তিশগড়ের বিজাপুর জেলার পশ্চিম বস্তার ডিভিশনের একটি জঙ্গলে বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং কোবরা ব্যাটালিয়নের একটি যৌথ দল পশ্চিম বস্তার ডিভিশনের একটি জঙ্গলে তল্লাশি অভিযানের জন্য রওনা হয়েছিল। সেসময় আত্মগোপন করে থাকা নকশালরা অতর্কিতে বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও|
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য