
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : দেশের তামাক শিল্প আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে কেন্দ্র সরকারের নতুন কর সংস্কারের প্রস্তাব ঘিরে। সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের ওপর চালু থাকা বর্তমান জিএসটি ক্ষতিপূরণ সেস তুলে দিয়ে তার বদলে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস আরোপের পরিকল্পনা করেছে কেন্দ্র। একই সঙ্গে বিভিন্ন তামাক পণ্যের ওপর আবগারি শুল্কও বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, ক্ষতিপূরণ সেসের মেয়াদ শেষ হওয়ার পর তামাক কর কাঠামোকে সহজ করার লক্ষ্যেই এই সংস্কার। তবে আইনীভাবে উৎপাদিত সিগারেট নির্মাতাদের জন্য মোট করের বোঝা কিছুটা বাড়তেই পারে।
কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা সেস বিল ২০২৫ শীতকালীন অধিবেশনে পেশ করেছে। বিলের লক্ষ্য ক্ষতিকর পণ্য তামাক, পান-মশলা ও গুটখার উপর নতুন কর আরোপ করে স্বাস্থ্য ও নিরাপত্তা প্রকল্পের জন্য অতিরিক্ত তহবিল নিশ্চিত করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য