
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার আন্তর্জাতিক চিতা দিবস| চিতা রক্ষায় নিবেদিতপ্রাণ সকল বন্যপ্রাণী-প্রেমী এবং বন্যপ্রাণ সংরক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, তিন বছর আগে আমাদের সরকার এই মহৎ প্রাণীটিকে রক্ষা করার জন্য এবং সেই বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রকল্প চিতা চালু করেছিল| যাতে এটি সত্যিই বিকশিত হতে পারে।
প্রধানমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় জানান, আমাদের অন্যতম উল্লেখযোগ্য প্রাণী চিতাকে রক্ষায় নিবেদিতপ্রাণ সকল বন্যপ্রাণী প্রেমী এবং সংরক্ষকদের আন্তর্জাতিক চিতা দিবসে আমার শুভেচ্ছা। তিন বছর আগে, আমাদের সরকার এই মহৎ প্রাণীটিকে রক্ষা করার এবং সেই বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে প্রকল্প চিতা চালু করেছিল, যেখানে এটি সত্যিই বেড়ে উঠতে পারে| এটি হৃত পরিবেশগত ঐতিহ্য পুনরুদ্ধার এবং আমাদের জীববৈচিত্র্যকে শক্তিশালী করার একটি প্রচেষ্টাও ছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ