নৌবাহিনী দিবসে দ্রৌপদী মুর্মুর বার্তা
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, (হি.স.): “নৌবাহিনী দিবসে ভারতীয় নৌবাহিনীর কর্মী, প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা”! বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, “জাতি সেই সাহসী পুরুষ ও মহি
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, (হি.স.): “নৌবাহিনী দিবসে ভারতীয় নৌবাহিনীর কর্মী, প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা”! বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

তিনি লিখেছেন, “জাতি সেই সাহসী পুরুষ ও মহিলাদের প্রতি শ্রদ্ধা জানায় যাঁরা সাহস, সতর্কতা এবং অটল প্রতিশ্রুতি দিয়ে আমাদের মীল (সামুদ্রিক) সীমান্ত এবং জাতীয় স্বার্থ রক্ষা করেন। বাণিজ্য রুট সুরক্ষিত করা এবং সামুদ্রিক অর্থনীতিকে শক্তিশালী করা থেকে শুরু করে মানবিক মিশনে নেতৃত্ব দেওয়া পর্যন্ত, ভারতীয় নৌবাহিনী শৃঙ্খলা, করুণা এবং দায়িত্বশীলতার প্রতীক।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande