
তিরুবনন্তপুরম, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি কেরলের তিরুবনন্তপুরমে লোক ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান|
উল্লেখ্য, দেশের অষ্টম রাষ্ট্রপতি (১৯৮৭-১৯৯২) আর. ভেঙ্কটরমনের জন্ম ৪ ডিসেম্বর, ১৯১০ সালে তামিলনাড়ুতে| তিনি একজন আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি দুই বছর জেল খেটেছিলেন। স্বাধীনতার পর তিনি চারবার লোকসভার সদস্য হন| এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২৭ জানুয়ারি তিনি প্রয়াত হন|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ