আর ভেঙ্কটরমনের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
তিরুবনন্তপুরম, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি কেরলের তিরুবনন্তপুরমে লোক ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্
আর ভেঙ্কটরমনের জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন


তিরুবনন্তপুরম, ৪ ডিসেম্বর (হি.স.): বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমনের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি কেরলের তিরুবনন্তপুরমে লোক ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান|

উল্লেখ্য, দেশের অষ্টম রাষ্ট্রপতি (১৯৮৭-১৯৯২) আর. ভেঙ্কটরমনের জন্ম ৪ ডিসেম্বর, ১৯১০ সালে তামিলনাড়ুতে| তিনি একজন আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণের জন্য তিনি দুই বছর জেল খেটেছিলেন। স্বাধীনতার পর তিনি চারবার লোকসভার সদস্য হন| এছাড়াও প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ২৭ জানুয়ারি তিনি প্রয়াত হন|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande