বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি. স.) : বিশেষ বিমানে করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ পালাম সেনা বিমানবন্দরে নামেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এদিন তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামতেই জড়িয়ে ধরলেন তাঁকে। ন
বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি. স.) : বিশেষ বিমানে করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ পালাম সেনা বিমানবন্দরে নামেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । এদিন তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামতেই জড়িয়ে ধরলেন তাঁকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে নিয়ে বিমানবন্দর থেকে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন মোদী।

বৃহস্পতিবার রাতেই মোদীর সঙ্গে নৈশভোজ সারবেন পুতিন। শুক্রবার থেকে অনুষ্ঠানিক ভাবে বৈঠক এবং সভায় অংশ নেবেন পুতিন। তার আগে শুক্রবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাবেন। এরপর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট। রাজধানীর হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে পুতিনের।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande