
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : ২৩-তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দু’দিনের রাষ্ট্রীয় সফরে তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
দুই নেতার মধ্যে একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য ক্ষেত্র, সংস্কৃতি ও গণমাধ্যম এবং শিক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মনে করা হচ্ছে, রুশ প্রেসিডেন্টের এই ভারত সফরে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক ক্ষেত্র খতিয়ে দেখবে এবং বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর জোর দেবে।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। এরপর দুই দেশের মধ্যে সীমিত ও বৃহৎ পরিসরে দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এই সফরে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে ।
-----------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য