আমাদের গর্বের দুর্গ সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে, নৌবাহিনী দিবসে বার্তা অমিত শাহর
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, (হি.স.): “২০২৫-এ ভারতীয় নৌবাহিনীর যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা জানাই“। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, “ভারতীয় নৌবাহিনী হল আমাদের গর্বের দুর্গ যা সমুদ্রের
নৌবাহিনী দিবসে বার্তা অমিত শাহর


নয়াদিল্লি, ৪ ডিসেম্বর, (হি.স.): “২০২৫-এ ভারতীয় নৌবাহিনীর যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা জানাই“। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “ভারতীয় নৌবাহিনী হল আমাদের গর্বের দুর্গ যা সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে। তারা অজেয় বীরত্বের সাথে জাতিকে প্রতিটি হুমকি থেকে রক্ষা করে এবং সামুদ্রিক পথে আমাদের উন্নয়নকে রক্ষা করে। তারা সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশপ্রেমের যে সোনালী গাথা রচনা করেছে তা প্রজন্মের পর প্রজন্ম যোদ্ধাদের অনুপ্রাণিত করবে। জাতির জন্য জীবন উৎসর্গকারী নৌবাহিনীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande