সেনাকর্তাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠক
কলকাতা, ৪ ডিসেম্বর (হি. স.) : সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ করেছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও নিবিড় এবং সুদৃঢ় করার লক্ষ্যেই এদিন সেনা - কর্তাদের মুখোমুখি হয়েছে
সেনাবাহিনীর সঙ্গে সাক্ষাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের


কলকাতা, ৪ ডিসেম্বর (হি. স.) : সেনাবাহিনীর কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎ করেছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও নিবিড় এবং সুদৃঢ় করার লক্ষ্যেই এদিন সেনা - কর্তাদের মুখোমুখি হয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সের ভিএসএম জিওসি, মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘের হাতে ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এছাড়াও বেঙ্গল সাব এরিয়া হেড কোয়ার্টার্সের সেনা আধিকারিক কর্নেল তরুণ ত্যাগী, লেফটেন্যান্ট কর্নেল প্রশান্ত সিনহা, সিএবির সিইও চিন্ময় নায়েক উপস্থিত ছিলেন । উল্লেখ্য, সিএবি সভাপতি হিসেবে প্রত্যাবর্তনের পর সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়ার জিওসি দফতরে এই প্রথম কোনও অফিসিয়াল বৈঠক করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজের বিষয়ে সেনা - কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন সিএবি সভাপতি। আইসিসি টি - ২০ বিশ্বকাপ আয়োজন যাতে আরও বড় আকারে ও আগের চেয়েও ভালোভাবে করা যায় তা নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে। সিএবি-র সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। এর পরিপ্রেক্ষিতেই আরও কী কী করণীয় তা নিয়েও এদিনের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande