মুক্তি পেল দুর্লভ প্রসাদ কি দুসরী সাদি ছবির ট্রেলার
মুম্বই, ৪ ডিসেম্বর( হি. স.): অবশেষে বৃহস্পতিবার মুক্তি পেল দুর্লভ প্রসাদ কি দুসরী সাদি ছবির ট্রেলার। ছবিতে রয়েছেন অভিনেতা সঞ্জয় মিশ্র এবং অভিনেত্রী মহিমা চৌধুরী । ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধান্ত রাজ এবং প্রযোজনায় একাংশ বচ্চন এবং হর্ষ বচ্চন।
মুক্তি পেলো দুর্লভ প্রসাদ কি দুসরী সাদি ছবির ট্রেলার


মুম্বই, ৪ ডিসেম্বর( হি. স.): অবশেষে বৃহস্পতিবার মুক্তি পেল দুর্লভ প্রসাদ কি দুসরী সাদি ছবির ট্রেলার। ছবিতে রয়েছেন অভিনেতা সঞ্জয় মিশ্র এবং অভিনেত্রী মহিমা চৌধুরী । ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধান্ত রাজ এবং প্রযোজনায় একাংশ বচ্চন এবং হর্ষ বচ্চন।

আপামর পারিবারিক পটভূমিতে তৈরি এই ছবিতে রয়েছে পারিবারিক জটিলতা। তার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে হাস্য কৌতুকের ঝড় । সঞ্জয় মিশ্রের নির্ভেজাল অভিনয় এবং মহিমা চৌধুরীর উপস্থিতি গল্পতে এনেছে নাটকীয়তা । নিজের ছেলের বিয়ে ঠিক করতে গিয়ে কিভাবে পরিস্থিতি তাকে দ্বিতীয়বার বিয়ের জন্য বাধ্য করে , সেই বিষয়টি ছবির উপজীব্য । এদিন সমাজ মাধ্যমে প্রকাশিত ছবির ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলার দর্শকমহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা । ভিন্নস্বাদের এই ছবি দর্শককে নিরাশ করবে না , এমনটাই আশা রাখছেন পরিচালক ও প্রযোজক মহল ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande