‘স্বদেশোৎসব ২০২৫’ অনুষ্ঠানের উদ্বোধন করলেন অমিত শাহ
আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্বপ্নকে সামনে রেখে শুক্রবার আহমেদাবাদে শুরু হলো ৫ দিনব্যাপী ‘স্বদেশোৎসব ২০২৫’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজর
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্বপ্নকে সামনে রেখে শুক্রবার আহমেদাবাদে শুরু হলো ৫ দিনব্যাপী ‘স্বদেশোৎসব ২০২৫’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সংঘভি।

উৎসবে স্বদেশি শিল্প ও উৎপাদনকে তুলে ধরতে বিভিন্ন প্রদর্শনী, সেমিনার এবং আলোচনার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে ভারতীয় শিল্প, সংস্কৃতি ও স্বদেশি উদ্যোগের প্রচার-প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অমিত শাহ বলেন, “স্বদেশি উৎপাদন ও চিন্তাধারা উৎসাহিত করা দেশের আত্মনির্ভরতার লক্ষ্যে আমাদের উদ্যোগকে শক্তিশালী করবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande