চিত্র শিল্পী অবন ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ
কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার ঠাকুর বাড়ির প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। উল্লেখ্য, ১৮৭১ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর তিনি প্রয়াত হন। সাহিত্যে রবীন্দ্রনাথ এবং ভারতীয় চিত্রকলায় অবনীন্দ্রনাথ বিশ্ব জুড়েই বিশেষত, বাঙালি জ
চিত্র শিল্পী অবন ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা


কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : শুক্রবার ঠাকুর বাড়ির প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। উল্লেখ্য, ১৮৭১ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর তিনি প্রয়াত হন। সাহিত্যে রবীন্দ্রনাথ এবং ভারতীয় চিত্রকলায় অবনীন্দ্রনাথ বিশ্ব জুড়েই বিশেষত, বাঙালি জন সমাজের তথা প্রবাসীদের কাছেও সমান জনপ্রিয়। প্রসঙ্গত, নদীয়া জেলার ধুবুলিয়া কথাশিল্প তাঁর প্রয়াণ দিবসে এক শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে তাঁদের মহলাঘরে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, অবনীন্দ্রনাথ শুধু যে একজন চিত্রশিল্পী ছিলেন তাই নয়, বাংলা শিশু সাহিত্যের বেশ কিছু চিরকালীন লেখাও রচনা করে গিয়েছেন। শকুন্তলা, নালক, বুড়ো - আংলা, রাজকাহিনী প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য সৃষ্টিকর্ম। তাঁকে নিয়ে এদিন আলোচনায় উপস্থিত ছিলেন প্রাবন্ধিক পীতম ভট্টাচার্য। সংগঠনের ছাত্র ও ছাত্রীরা তাঁর কবিতা এবং তাঁকে নিয়ে লেখা কবিতাও আবৃত্তি করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande