ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রাখতেই হবে, মন্তব্য তসলিমার
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): “প্রতিবেশি দেশটির (ভারত) সঙ্গে, একাত্তরের মিত্রশক্তির সঙ্গে ভাল ব্যবহার করতেই হবে, ভাল সম্পর্ক রাখতেই হবে, এ ছাড়া উপায় নেই।” শুক্রবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার ভোররাতে তি
তসলিমা নাসরিন


কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): “প্রতিবেশি দেশটির (ভারত) সঙ্গে, একাত্তরের মিত্রশক্তির সঙ্গে ভাল ব্যবহার করতেই হবে, ভাল সম্পর্ক রাখতেই হবে, এ ছাড়া উপায় নেই।” শুক্রবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

শুক্রবার ভোররাতে তিনি লিখেছেন, “ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে গত চার মাসে প্রায় ২ লাখ ২৪ হাজার ৪০০ মেট্রিক টন এবং বেনাপোল বন্দর দিয়ে প্রায় ১৮ হাজার মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে।

শুনেছিলাম বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। বিশেষ করে ভাতে। তাহলে ভেতো বাঙালি ভাতের অভাবে মরছে কেন? কেন ভারত থেকে চাল আমদানি করতে হচ্ছে? তিন ফসলি চাল কি উৎপন্ন হচ্ছে না? হবে কিভাবে? গ্রামে গঞ্জে ইটভাটা, রাস্তা, ব্রিজ, শিল্প কারখানা, নানা কিছু তৈরি হচ্ছে, ফলে আবাদি জমি কমে যাচ্ছে।

কীটনাশক, সার ইত্যাদির দাম বেড়ে গেছে বলে কৃষকেরা ধান ফলানোর চেয়ে লাভজনক ব্যবসায় নেমেছে, জমিতে সবজি ফলাচ্ছে, পোলট্রি ফার্ম করছে, ডেয়রি ফার্ম করছে। ভাই বোনদের মধ্যে জমি বন্টন আগের চেয়ে বেশি হচ্ছে বলে জমিও ছোট হয়ে যাচ্ছে, ধান ফলানোর জন্য উপযুক্ত জমি কমে যাচ্ছে।

আগের চেয়ে জনসংখ্যাও বাড়ছে। তাছাড়া দেশে নিম্নমানের চালের উৎপাদনই বেশি, এদিকে উন্নত মানের চালের চাহিদা বাড়ছে। এই সমস্যাগুলো আছে বলে আমদানি করতেই হচ্ছে। করতেই হবে। ভারত থেকেই করতে হবে। কারণ, তা না হলে খরচ পোষানো যাবে না।

একবার তো জিহাদি সরকার আওয়াজ দিয়েছিল ভারত থেকে নয়, পাকিস্তান থেকে চাল আমদানি করবে। মুসলমান হলেই যে 'মুসলমান মুসলমান ভাই ভাই' হয় না, তার প্রমাণ আর কতবার দরকার বাঙ্গুদের!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande