
রায়পুর, ৫ ডিসেম্বর (হি.স.): মাওবাদী অধুষ্যিত ছত্তিসগড়ের সুকমার গোগুণ্ডায় প্রথমবার ক্যাম্প করল সিআরপিএফ। এই এলাকায় আগে কোনও রাস্তা ছিল না। এমনকী ছিল না পায়ে হাঁটা পথও। এই পদক্ষেপে এলাকার নিরাপত্তা বজায় রাখা সহজ হবে বলে আশা করছেন গ্রামবাসীরা। প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিতেও মাওবাদী-প্রভাবিত সুকমা জেলার গোগুন্ডা এলাকার একটি প্রত্যন্ত পাহাড়ের চূড়ায় একটি সিআরপিএফ ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে কোনও রাস্তা ছিল না। এই পদক্ষেপটি দীর্ঘদিন ধরে অবহেলিত আদিবাসী গ্রামগুলিতে সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে সিআরপিএফ-এর ৭৪ কর্পস কমান্ড্যান্ট হিমাংশু পান্ডে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টিভঙ্গি হল ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে নকশালবাদ নির্মূল করা। ৭৪ তম ব্যাটালিয়ন ২০ অক্টোবর গোগুন্ডা ক্যাম্প প্রতিষ্ঠা করে। ক্যাম্পটি প্রায় ৬৬২ মিটার উচ্চতায় অবস্থিত, একটি কঠিন ভূখণ্ড। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাস্তা, যার অস্তিত্ব ছিল না। সুকমা পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর ৭৪-তম ব্যাটালিয়ন এবং ডিআইজি সুকমা রেঞ্জের সহায়তায়, আমরা গত পঁয়তাল্লিশ দিন ধরে এখানে দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালনের সময়, আমরা রাস্তা নির্মাণে সহায়তা করেছি। এটি শুরু থেকেই একটি অত্যন্ত দুর্গম এলাকা হিসাবে বিবেচিত এবং নকশালদের জন্য একটি নিরাপদ আস্তানা ছিল। তাদের নিরাপদ আশ্রয়স্থল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ক্যাম্প প্রতিষ্ঠার পর থেকে, বাহিনী এই এলাকার গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। গ্রামবাসীরাও ক্যাম্প প্রতিষ্ঠা নিয়ে খুবই উৎসাহী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা