ফসলের ন্যায্য দামে অটল কেন্দ্র ; রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর(হি. স.): কৃষক কল্যাণকে কেন্দ্র করে মোদী সরকারের নীতিগত অবস্থান যে অপরিবর্তিত, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার স
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী


নয়াদিল্লি, ৫ ডিসেম্বর(হি. স.): কৃষক কল্যাণকে কেন্দ্র করে মোদী সরকারের নীতিগত অবস্থান যে অপরিবর্তিত, তা আরও একবার স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শুক্রবার স্পষ্ট করে দিলেন। মোদী সরকারের কৃষিনীতি তিনটি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ।

এদিন তিনি বলেন, কেন্দ্র স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী এমএসপি নির্ধারণ করছে এবং কৃষকরা যেন মোট উৎপাদন ব্যয়ের উপর ন্যূনতম ৫০ শতাংশ লাভ পান তা নিশ্চিত করা হয়েছে। তিনি মন্তব্য করেন “আমাদের একটাই ফর্মুলা কৃষকের কল্যাণ।

তিনি আরও জানান, কয়েকটি রাজ্য পর্যাপ্ত ফসল ক্রয় না করায় কেন্দ্র এখন ন্যাফেডের মাধ্যমে সরাসরি রবি ফসল, বিভিন্ন ডাল ও তৈলবীজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাজারে দামের ওঠানামার জেরে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চিত করছে কেন্দ্র।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, ২০১৩-১৪ সালে ইউপিএ সরকার আমলে যেসব ফসলে সরকারী ক্রয় ছিল নামমাত্র, সেই সব ক্ষেত্রেই বর্তমানে কেন্দ্রীয় সরকারের ক্রয় বহুগুণ বেড়েছে। বিশেষত ধান, জোয়ার, বাজরা, রাগি, তুর, মুগ, উড়াদ, চিনাবাদাম, সূর্যমুখী, গম, যব, ছোলা, সরিষা ইত্যাদির জন্য খুব কম দাম দেওয়া হত। এমএসপি ঘোষণাতেও পূর্বতন সরকারের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে বলেও তিনি জানান।

কৃষিমন্ত্রীর কথায়, “কৃষি আমাদের অর্থনীতির মেরুদণ্ড, আর কৃষক সেই মেরুদণ্ডের প্রাণ। তাদের উৎপাদনের ন্যায্য দাম দেওয়া আমাদের কেন্দ্রীয় সরকারের অটল অঙ্গীকার।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande