সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে আসছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে আসছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সাং
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে আসছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে আসছে। পহেলগামে সন্ত্রাসী হামলা হোক বা ক্রোকাস সিটি হলে কাপুরুষোচিত হামলা, এই ধরনের সকল ঘটনার মূল একই। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সন্ত্রাসবাদ মানবতার মূল্যবোধের উপর সরাসরি আক্রমণ এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রসঙ্ঘ, জি২০, ব্রিকস, এসসিও এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভারত ও রাশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রেখেছে। ঘনিষ্ঠ সমন্বয়ের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য, আমরা এই ফোরামগুলিতে আমাদের সংলাপ এবং সহযোগিতা অব্যাহত রাখব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande