
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : আগামী ৯ ডিসেম্বর দিল্লিতে জাতীয় হস্তশিল্প পুরস্কার এবং শিল্প গুরু পুরস্কার প্রদানের মাধ্যমে অসামান্য কারিগরদের সম্মাননা জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।
শুক্রবার বস্ত্র মন্ত্রক কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৩ এবং ২০২৪ সালের জন্য অসামান্য কারিগরদের এই পুরষ্কার প্রদান করা হবে। প্রাথমিক উদ্দেশ্য হল সচেতনতা বৃদ্ধি, কারিগরদের জীবিকা মজবুত করা এবং দেশের সমৃদ্ধ হস্তশিল্প ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়া।
এই অনুষ্ঠানে সেই কারিগরদের সম্মাননা জানানো হবে, যারা তাদের অনন্য কারুশিল্প এবং উদ্ভাবন দিয়ে দেশের শৈল্পিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।
কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বস্ত্র ও বিদেশ প্রতিমন্ত্রী পবিত্রা মার্ঘেরিতা সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত থাকবেন।
এই পুরষ্কার অনুষ্ঠানটি জাতীয় হস্তশিল্প সপ্তাহের (৮-১৪ ডিসেম্বর) একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সপ্তাহে, কারিগরদের সম্মান জানাতে এবং হস্তশিল্পের সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরার জন্য দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।
হস্তশিল্প শতাব্দীব্যাপী ঐতিহ্যকে লালন করে লক্ষ লক্ষ মানুষের (বিশেষ করে গ্রামীণ এলাকায়) জীবিকা নির্বাহ করে এবং দেশের রফতানি আয়ে উল্লেখযোগ্য অবদান রাখে। বস্ত্র মন্ত্রণালয় দক্ষতা উন্নয়ন এবং উন্নত বাজার প্রবেশাধিকারের মাধ্যমে কারিগরদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / সোনালি