পুতিনের সম্মানে নৈশভোজের আয়োজন রাষ্ট্রপতি মুর্মুর
নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে এই নৈশ ভোজের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মুর্মু। দুই দিনের সফরে
পুতিনের সম্মানে নৈশভোজের আয়োজন রাষ্ট্রপতি মুর্মুর


নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে এই নৈশ ভোজের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় রুশ রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মুর্মু।

দুই দিনের সফরে বৃহস্পতিবার ভারতে এসেছেন পুতিন। শুক্রবার সারাদিনই ঠাসা কর্মসূচি ছিল তাঁর। এদিন সকালেই রাষ্ট্রপতি ভবনে যান তিনি। তারপর যান রাজঘাটে, সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান। তারপর নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। আর সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নৈশ ভোজে যোগ দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande