পুতিনকে রাষ্ট্রপতি ভবনে জমকালো স্বাগত, গার্ড অফ অনারে অভিবাদন
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে জমকালো স্বাগত জানানো হল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। রুশ রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে আসেন পুতিন। তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
পুতিনকে রাষ্ট্রপতি ভবনে জমকালো স্বাগত, গার্ড অফ অনারে অভিবাদন


নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে জমকালো স্বাগত জানানো হল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। রুশ রাষ্ট্রপতিকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে আসেন পুতিন। তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর পুতিনকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি মুর্মু ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একে অপরের দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। উল্লেখ্য, দুই দিনের সফরে বৃহস্পতিবারই ভারত সফরে এসেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande