
মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.): শেয়ার বাজার সুদের হারে আরও এক দফা ছাঁটাই চেয়েছিল। শুক্রবার যাবতীয় জল্পনায় দাঁড়ি টেনে ফের ২৫ বেসিস পয়েন্ট সুদ (রেপো রেট, যে সুদে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয়) কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এ বছর সুদ কমল মোট ১২৫ বেসিস পয়েন্ট। রেপো নামল ৫.২৫ শতাংশে। খুশি লগ্নিকারীরা। আশা, এর হাত ধরে ব্যাঙ্ক ঋণে সুদ আরও কমবে। চাহিদা বাড়বে অর্থনীতিতে। কারণ সাধারণ ঋণগ্রহীতাদের ধার শোধের খরচ কমায় হাতে থাকবে বাড়তি টাকা। সেই চাহিদা পূরণে শিল্পও কম খরচে ঋণ নিতে পারবে। যা উৎপাদন বৃদ্ধিতে কাজে লাগাবে তারা। আর এ সবের হাত ধরে আর্থিক বৃদ্ধির হার মাথা তুলবে ৭ শতাংশেরও উপরে। আরবিআই যার পূর্বাভাস চলতি অর্থবর্ষের জন্য ৬.৮ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৭.৩ শতাংশ। তার উপর বাজারে নগদের জোগানও নিশ্চিত করেছেন আরবিআই গভর্নর। এই পরিস্থিতিতে উঠতে থাকে শেয়ার সূচক সেনসেক্স। সকাল ১১টা ১৫ নাগাদ সূচকটি ৩৫০ পয়েন্টের বেশি উঠছিল। দাঁড়িয়েছিল ৮৫,৬২২ অঙ্কে। নিফ্টি প্রায় ১০৭ পয়েন্ট উঠে ঘোরাফেরা করছে ২৬,১৪০-এর কাছাকাছি। বাজারের এই চাঙ্গা ভাব শেষ পর্যন্ত থাকে কি না, সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ