বিয়ে করতে যাওয়ার পথে কাঠুয়ায় দুর্ঘটনা, বর-সহ ৩ জনের মৃত্যু
কাঠুয়া, ৫ ডিসেম্বর (হি.স.): বিয়ে করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বানি ভান্ডার রোডে দুর্ঘটনার কবলে পড়ে বরের গাড়ি। বর-সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য কনের বাড়িতে যাওয়া
বিয়ে করতে যাওয়ার পথে কাঠুয়ায় দুর্ঘটনা, বর-সহ ৩ জনের মৃত্যু


কাঠুয়া, ৫ ডিসেম্বর (হি.স.): বিয়ে করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বানি ভান্ডার রোডে দুর্ঘটনার কবলে পড়ে বরের গাড়ি। বর-সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য কনের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বরের গাড়ি। বর-সহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং দু'জন আহত হয়েছেন।

বানির এসএইচও ইন্সপেক্টর সুরিন্দর রায়না বলেন, সন্ধ্যা ৭.৩০ নাগাদ ভান্ডার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, আমরা যখন সেখানে পৌঁছই, তখন দেখি গাড়িটি প্রায় ১০০ থেকে ২০০ ফুট নিচে খাদে পড়ে গেছে, দুর্ভাগ্যবশত, বর সহ তিনজন মারা যান। দু'জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বানির হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর, তাদের আরও চিকিৎসার জন্য কাঠুয়া জিএমসিতে রেফার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande