
কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, অধীর রঞ্জন চৌধুরী ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির জন্য সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন। শুক্রবার আবারও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ৬ ডিসেম্বরের মধ্যেই উমীদ পোর্টালে ওয়াক্ফ সম্পত্তি নিবন্ধনের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। তার আগে দেশের রাষ্ট্রপতির কাছে তিনি এই ব্যাপারে হস্তক্ষেপ দাবি করেছেন। এবং ওই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন।
শ্রী চৌধুরী তাঁর লেখা চিঠিতে, এদিন উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের ১.৫ লক্ষেরও বেশি ওয়াক্ফ সম্পত্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই নথিপত্রের অভাবসহ নানা অসাধারণ চ্যালেঞ্জ রয়েছে।এর পরিপ্রেক্ষিতেই বর্তমান সময়সীমার মধ্যে নিবন্ধন সম্পূর্ণ করা অসম্ভব।
এর আগেও তিনি ওই বিষয়ে সংখ্যালঘু বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রীর কাছেও চিঠি লিখেছেন। গুরুতর সমস্যাগুলি কথা তুলে ধরেছেন ও সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনও স্বস্তি মেলেনি। পুনরায় তাঁর আবেদনে তিনি জানিয়েছেন যে, জোর দিয়ে বলেছেন যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি - “অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি জটিল।”এবং তা বেশ জোর দিয়েই উল্লেখ করেন তিনি।
দেশের সর্বোচ্চ সাংবিধানিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে, অধীর রঞ্জন চৌধুরী অনুরোধ করেছেন যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি ওয়াক্ফ সম্পত্তি সুষ্ঠুভাবে নিবন্ধিত না হওয়া পর্যন্ত সময়সীমা বাড়ানো হয় এবং বহুদিনের নথি-সংক্রান্ত ঘাটতির কারণে যাতে কোনও সম্প্রদায় ভিত্তিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত