
আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গুজরাটে তিনদিনের সফরে রয়েছেন। সফরের শুরুতেই তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরে ১৫০৬ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন এবং একাধিক জনসভায় অংশ নেবেন।
শুক্রবার তিনি বস্ত্রপুরে সংস্কার প্রকল্প, শহরের আটটি স্থানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন , মিনি স্পোর্টস কমপ্লেক্স, প্রধানমন্ত্রী আবাস যোজনার ১,৩৭০টি বাড়ি ও নগরের অন্যান্য উন্নয়ন কাজ উদ্বোধন করবেন। গান্ধীনগরে নতুন গার্ডেন, যোগ স্টুডিও ও স্পোর্টস কমপ্লেক্সও উদ্বোধন করা হবে।
৬ ডিসেম্বর বনসকাঁথা জেলার বনস ডেয়ারির বায়ো-সিএনজি ও পাউডার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলু প্ল্যান্ট, মাটি পরীক্ষাগার ও রেডিও স্টেশন পরিদর্শন এবং লাখণীতে মহিলা দুগ্ধ উৎপাদকদের সঙ্গে সংলাপ হবে।
৭ ডিসেম্বর গোটা দেবনগরে প্রকল্প উদ্বোধন, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের বই প্রকাশনা ও সাবরমতী রিভারফ্রন্টে ‘প্রধান বরনি অমৃত মহোৎসব’-এ অংশগ্রহণ করবেন। এই সফরে সরকারের লক্ষ্য, গুজরাটে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছ ও দৃশ্যমান বাস্তবায়ন তুলে ধরা এবং স্থানীয় মানুষের সঙ্গে সংলাপ ও অংশগ্রহণ বৃদ্ধি করা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য