আগামী ১২ ডিসেম্বর শুরু হচ্ছে যুব এশিয়া কাপ
দুবাই, ৫ ডিসেম্বর(হি.স.): আগামী ১২ ডিসেম্বর মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টের জন্য সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আসরের প্রথম দিন ১২ ডিসেম্বর আইসিসি মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী। এ
আগামী ১২ ডিসেম্বর শুরু হচ্ছে যুব এশিয়া কাপ


দুবাই, ৫ ডিসেম্বর(হি.স.): আগামী ১২ ডিসেম্বর মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টের জন্য সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আসরের প্রথম দিন ১২ ডিসেম্বর আইসিসি মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী।

এদিকে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর আইসিসি অ্যাকাডেমি মাঠে। আর গ্রুপের শেষ ম্যাচ ১৬ ডিসেম্বর মালয়েশিয়ার সঙ্গে ভারত খেলবে।

ভারতের 'এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপের অন্য দুটি দল হল সংযুক্ত আরব আমিরশাহী ও মালয়েশিয়া।

আর ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। দুটি সেমিফাইনালই হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল খেলা হবে ২১ ডিসেম্বর আইসিসি অ্যাকাডেমির মাঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande