রানের পাহাড়ে অষ্ট্রেলিয়া,বল ও ব্যাটে প্রথম ইনিংসে অজিদের সেরা পারফর্মার স্টার্ক
ব্রিসবেন, ৬ ডিসেম্বর (হি.স.) : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল সংগ্রহ পেল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন অজি পেসার স্টার্ক। বল হাতেও তিনি নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। আর তা
রানের পাহাড়ে অষ্ট্রেলিয়া,বল ও ব্যাটে প্রথম ইনিংসে অজিদের সেরা পারফর্মার স্টার্ক


ব্রিসবেন, ৬ ডিসেম্বর (হি.স.) : ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল সংগ্রহ পেল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেছেন অজি পেসার স্টার্ক। বল হাতেও তিনি নিয়েছিলেন ৬ উইকেট। প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। আর তাতে দ্বিতীয় ইনিংস শুরু করবে তারা ১৭৭ রানে পিছিয়ে থেকে।

পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন স্টার্ক। দুই ইনিংসে ১০ উইকেট শিকার করে জয়ের ভিত গড়েছিলেন তিনি। তার সে দাপট ব্যাটে বলে চলছে ব্রিসবেনেও।

ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স ৪ আর বেন স্টোকস ৩টি উইকেট তুলে নেন।

দিনের শেষে ইংল্যান্ড ১ উইকেটে ৬৩ রান করেছে। এখনো ১১৪ রানে পিছিয়ে আছে তারা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande