
হায়দ্রাবাদ, ৬ ডিসেম্বর (হি. স.) :সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পণ্ডিচেরীর বিপক্ষে ৮১ রানে বাংলার পরাজয়। শনিবার হায়দরাবাদের জিমখানা মাঠে পণ্ডিচেরীর কাছে বড় রানের ব্যবধানেই হারল অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দল। স্কোর বোর্ড অনুযায়ী, বাংলার শেষ ৮ উইকেট পড়ে ৬.২ ওভারে ২৬ রানের ব্যবধানে। শেষ ৬টি উইকেট পড়ে ১৬ রানে। এর ফলে জয়ের জন্য ১৭৮ রান তাড়া করতে নেমেই ১৩.৫ ওভারে শতরানের গন্ডিও দলগতভাবে পেরোতে ব্যর্থ বাংলা এবং দলের ইনিংস শেষ।
এদিন টসে জিতে বাংলা দল ফিল্ডিং বেছে নেয়। এতেই বিপত্তি। নির্ধারিত ২০ ওভারে ৫/১৭৭ পন্ডিচেরীর দলগত স্কোর। এর জবাবে বাংলা দলের সংগ্রহ মাত্র ৯৬ রান।
এদিনের খেলায় ওপেনিং জুটি ভাঙে ৪ ওভারে ৪৪ রানে। ৫.২ ওভারে ৫৮ রানে দ্বিতীয় এবং ৭.৩ ওভারে ৭০ রানে পড়ে তৃতীয় উইকেট। করণ লাল ২৩ বলে ৪০ রান , অভিমন্যু ৬ বলে ১২ রান ও অভিষেক পোড়েল ৯ বলে ১১ রান করে। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে নিজেদের রান নিয়ে যেতে পারে নি। জয়ন্ত যাদব ৪টি এবং সিদাক সিং ৩টি উইকেট নিয়েছে।
যুবরাজ কেসোয়ানি - ৭ রান, সুদীপ কুমার ঘরামি - ৫রান, শাকির হাবিব গান্ধী - ৩ রান , ঋত্ত্বিক চট্টোপাধ্যায় - ৮ রান, প্রদীপ্ত প্রামাণিক - ২ রান, আকাশ দীপ - ০, মহম্মদ শামি - ৫ রানে আউট হয়। মুকেশ কুমার অপরাজিত ০ রানে।
পন্ডিচেরীর অধিনায়ক আমন খান ৫টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ বলে সর্বাধিক - ৭৪ রান করে ও যশবন্ত শ্রীরাম - ৪৫ রান।
এদিকে, মহম্মদ শামি ৪ ওভারে ৩৪ রানে ৩টি উইকেট নিয়েছে। ঋত্ত্বিক চট্টোপাধ্যায়ের ২টি উইকেট ৪ ওভারে ৫৩ রানে। মুকেশ কুমার ৪ ওভারে ৩৯, আকাশ দীপ ৪ ওভারে ২০ ও প্রদীপ্ত প্রামাণিক ৪ ওভারে ২৮ রান দিয়ে ও এদিন কোনও উইকেট পায়নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত