
বেঙ্গালুরু, ৬ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার ঘোষণা করা হয়েছে যে ভারত এবং নেদারল্যান্ডসের মধ্যে ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ পর্বের টাই ৭ এবং ৮ ফেব্রুয়ারি এসএম কৃষ্ণা টেনিস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই পুরুষদের দলগত টুর্নামেন্টটি গত মাসে কর্ণাটক স্টেট লন টেনিস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আরেকটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, বিলি জিন কিং কাপ প্লে-অফের পর অনুষ্ঠিত হচ্ছে।
ডেভিস কাপ র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে থাকা ভারত এই বছরের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের মাধ্যমে ২০২৬ সালের বাছাইপর্বে স্থান নিশ্চিত করে। সুমিত নাগাল এবং দক্ষিণেশ্বর সুরেশের নেতৃত্বে, ভারত ১৯৯৩ সালের পর কোনও ইউরোপীয় দলের বিরুদ্ধে প্রথম জয় অর্জন করে।
ভারতের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডসের এক শক্তিশালী প্রতিপক্ষ, যারা বর্তমানে ডেভিস কাপ র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে রয়েছে। ২০২৪ সালের ডেভিস কাপ রানার্সআপ ২০২৬ সালের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে সরাসরি প্রবেশের সুযোগ পেয়েছে।
ডেভিস কাপ সম্পূর্ণরূপে জাতীয়তাবাদের উপর নির্ভরশীল এবং এটি আমাদের সকলের জন্য একটি বিশেষ অনুষ্ঠান। আমরা আশা করি এই টাই তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং দেশ ও টেনিস সম্প্রদায়কে একত্রিত করবে। বেঙ্গালুরু এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে সম্মানিত, কেএসএলটিএ-র সিনিয়র সহ-সভাপতি এবং আয়োজক কমিটির চেয়ারম্যান প্রিয়ঙ্ক খাড়গে বলেছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি